গান চিরদিন এই ওয়েব সাইটটি যখন বানানোর প্রস্তাব পেলাম তখন প্রথমে এই সাইটের User Interface নিয়ে ভাবলাম। প্রথমেই মনে হল গান চিরদিন এ যেসব গান রয়েছে তা অনেক পূরানো আর এসব গান যারা শুনবেন এবং গানের তথ্যের উপর আগ্রহ দেখাবেন তাদের অধিকাংশ শ্রোতাই বয়স্ক হবেন। এই চিন্তা থেকেই User Interface যতটা সম্ভব সহজ করে বানানোর চেষ্টা করেছি যেন User Interface দেখেই বুঝতে পারা যায় এর ব্যবহার । তারপরও ব্যাখ্যা করছি যেন ব্যবহারকারীরা এর সর্বোচ্চ ব্যবহার করতে পারেন।
১। Search Song : কোন গান খুঁজতে এখানে লিখতে হবে। একটি অক্ষর লেখার সাথে সাথেই গান খোঁজা শুরু হয়। সেই অক্ষর যেসব গানের শুরুতে আছে শুধু সেই গানগুলির তালিকাই স্বয়ংক্রিয়ভাবে তালিকা আকারে দেখায়। দুটি অক্ষর লেখা হলে সেই দুটি অক্ষর যেসব গানের শুরুতে আছে শুধু সেই গানগুলির তালিকা, এভাবে যত অক্ষর লেখা হবে গানের তালিকা তত ছোট হয়ে কাঙ্ক্ষিত গান খুজে পাওয়া যাবে। যখন প্রথম লেখা অক্ষরগুলো ক্রমানুযায়ী মিলবে না তার পর যত লেখাই হোক না কেন, কোন গান তালিকায় দেখাবে না । তাই চেষ্টা করতে হবে যত কম অক্ষর লিখে কাংখিত গান খুজে পাওয়া যায়। আ বা আকার যুক্ত গান খুঁজতে a বা aa লিখতে হতে পারে।
২। এই Option টি শুধুমাত্র অক্ষর দিয়ে শুরু গান খুঁজতে ব্যবহার করার জন্য রাখা হয়েছে। যদিও প্রথম Search Song Option টি ব্যবহার করেও এই কাজ করা যায় তবুও এটি রাখা হয়েছে Keyboard ব্যবহার না করে Mouse Click করেই গান খোঁজার সুবিধার্থে ।
৩। এটি গান নিয়ন্ত্রন অংশ। গান শুনতে ৯ নং চিহ্নিত চিহ্নে Click করতে হবে। গান Play হওয়ার পর গান নিয়ন্ত্রনের জন্য এই ৩ নং অপশন । এখান থেকে গান Play Pause করা যাবে এই এবং চিহ্নে Click করে। গান play হওয়া অবস্থায় Pause চিহ্ন দেখা যাবে তার আগে play চিহ্ন থাকবে।
গান সামনে পিছনে করার জন্য গান নিয়ন্ত্রন অংশের Scroll bar ব্যবহার করতে হবে। অনাখাঙ্খিত আওয়াজ এড়াতে প্রতিটি গান Play হবার সময় গানের আওয়াজ ২ level এ রাখা হয়েছে। তাই আওয়াজ বাড়াতে গান নিয়ন্ত্রন অংশের Sound bar ব্যবহার করতে হবে।
এই Option টি সহজে ব্যবহার করতে Keyboard ব্যবহার করতে হবে। যেমন যদি Artist box থেকে Madhobi Ghosh খুঁজতে হয় তাহলে Artist box এ Click করার পর Keyboard থেকে m Press করলে m দিয়ে শুরু হওয়া প্রথম Artist Select হবে যার পটভূমি নীল রঙের। আবার m Press করলেই Madhobi Ghosh Select হবে। তারপর Enter অথবা Mouse Click করলেই হল। পরপর m Press করে m দিয়ে শুরু পরবর্তী নামে যাওয়া যায়।
একইভাবে Genre/Film, Lyricist, Composer Box ব্যবহার করতে হবে।
১০। গান Download বা Save করতে এই চিহ্নে Click করতে হবে। শুধুমাত্র Registered Users গান Download বা Save করতে পারবেন।
১১। এটি গান ও গানের তথ্য অংশ।
১২। গানের তালিকার প্রথম পাতায় যেতে First এবং আগের পাতায় যেতে Previous Button Click করতে হবে।
১৩। এটি গানের তালিকার Selected পাতা। অন্য পাতার নাম্বার Button থেকে আলাদা রঙয়ের।
১৪। এটি গানের তালিকার অন্যান্য পাতায় যাবার নাম্বার Button.
১৫. গানের তালিকার পরের পাতায় যেতে Next এবং শেষ পাতায় যেতে Last Button Click করতে হবে।
১৬। Reset Button Click করলে প্রথম অবস্থায় চলে যাবে ।
১৭। কোন নির্দিষ্ট গানের পাতায় যেতে চাইলে সাদা অংশে গানের পাতার নাম্বের লিখে Go Button Click করতে হবে।
১৮। এটি গানের পাতার সংখ্যা নির্দেশ করে।